আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ২০০০ রুপির নোট বাতিল করার ঘোষণার পর দিনই এক সরকারি অফিস থেকে কোটি কোটি রুপি উদ্ধার করল পুলিশ। শুধু রুপিই নয়, উদ্ধার হয়েছে বেশ কিছু সোনার বারও। পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি অফিসের বেইসমেন্টে বেওয়ারিশ অবস্থায় পড়ে ছিল এসব। এ ঘটনায় ইতিমধ্যেই ওই অফিসের সাত-আটজন কর্মীকে আটক করা হয়েছে।
ঘটনাটি রাজস্থানের জয়পুরের। যোজনা ভবন নামে একটি সরকারি অফিসের বেইসমেন্টে নগদ অর্থের স্তূপ পড়ে থাকতে দেখেন সরকারি কর্মকর্তারা। কোথা থেকে এই টাকা এলো, কার টাকা, সে সম্পর্কে খোঁজ চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, যে নগদ অর্থ উদ্ধার হয়েছে তার পরিমাণ প্রায় আড়াই কোটি রুপি।
এই টাকার স্তূপের পাশেই এক কেজি সোনার বারও পাওয়া গেছে বলে।
রাজস্থানের এক শীর্ষ সরকারি কর্মকর্তা মহেশ গুপ্ত জয়পুর পুলিশকে এ বিষয়ে খবর দেন। তার পরই যোজনা ভবনে তল্লাশি অভিযান চালায় পুলিশ। জয়পুরের পুলিশ কমিশনার আনন্দকুমার শ্রীবাস্তব বলেন, ‘যোজনা ভবনের বেইসমেন্টে একটি ব্যাগ থেকে দুই কোটি ৩১ লাখ রুপি এবং এক কেজি সোনার বার উদ্ধার হয়েছে।
নগদ অর্থ এবং সোনার বার বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কোথা থেকে এলো এগুলো। কেউ ওখানে রুপিসহ ব্যাগটি রেখে গিয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকেও বিষয়টি জানানো হয়েছে।’
এদিকে শুক্রবারই দেশটির রিজার্ভ ব্যাংক ঘোষণা করেছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার রুপির নোটের বৈধতা থাকবে। এই সময়ের মধ্যে দুই হাজারের নোট ব্যাংকে জমা দিতে হবে। এই নোট বাতিলের ঘোষণার পরপরই জয়পুরের সরকারি ভবন থেকে কোটি কোটি রুপি উদ্ধারের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।