নিজস্ব প্রতিবেদক : বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাচারের সময় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সিনিয়র স্টাফ নার্স তপন কুমার বিশ্বাসকে (৪৫) হাতেনাতে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
তপন কুমার বিশ্বাস শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগের ইনচার্জের দায়িত্বে ছিলেন।তিনি স্বাধীনতা নার্সেস পরিষদ-স্বানাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢামেক বার্ন ইউনিট শাখার সভাপতি।
সিটি এনএসআই’র একটি সূত্র জানায়, তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল তপন কুমার বিশ্বাসসহ একটি চক্র সরকারি ওষুধ পাচারের সঙ্গে জড়িত। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এ প্রেক্ষিতে মঙ্গলবার রাত ৭টার দিকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের পাশ থেকে বিপুল পরিমাণ সরকারি অ্যান্টিবায়োটিকসহ তপন কুমার সাহাকে আটক করা হয়। এ ওষুধের আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে স্বাধীনতা নার্সেস পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ইকবাল হোসেন সবুজ বলেন, সংগঠনের কোনো ইউনিটের কারও বিরুদ্ধে যদি কোনো অপকর্মে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তপন কুমার বিশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, সরকারি ওষুধসহ আটক হওয়ায় প্রচলিত আইনে তাকে কঠোর শাস্তি দেয়া হোক। আমাদের সংগঠনে কোনো চোর-প্রতারকের জায়গা নেই।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, আটক হওয়া তপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, সরকারি ওষুধসহ তপন কুমার সাহা নামের একজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এখনো আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।