নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে করোনা মহামারির মধ্যে সরকারি নির্দেশ আমান্য করে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ায় ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম সরকারকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্র্যাম্যমাণ আদালত।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এই দণ্ড দেন। গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী বলেন, সরকারি সিদ্ধান্ত অনুসারে করোনাকালে স্কুল-কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। তাছাড়াও, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। সরকারি নির্দেশ অমান্য করে ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ সোমবার সকালে প্রধান গেট বন্ধ রেখে ১৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছিলো। ঘটনাস্থল পরিদর্শনে পরীক্ষা নেওয়ার সত্যতা পাওয়া যায় এবং প্রশ্নপত্র ও খাতা জব্দ করা হয়। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।