জুমবাংলা ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে আগামী ১৪-১৫ নভেম্বর তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসেবে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ) এর জেনারেল এ্যাসেম্বলি-২০২৩ এ যোগদান করবেন এবং সিজিএফ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট প্রদান করবেন।
এ্যাসেম্বীরতে বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন।
এছাড়াও, সেনাবাহিনী প্রধান সেখানে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্কশপ অ্যান্ড রিজিওনাল মিটিং’ ও ‘প্রেজেন্টেশন অ্যান্ড প্রি এ্যাসেম্বলি ডিসকাশন’ এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি বিভিন্ন দেশ হতে আগত জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৬ নভেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel