বিজনেস ডেস্ক : সরকারের কঠোর নজরদারি, তদারকি ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের ফলে এবছর দেশের সাগর ও নদনদীতে বড় সাইজের ইলিশের দেখা মিলেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলছে, বছরে তিনদফায় ৩২৮ দিন নদীতে ও সাগরে ইলিশ মাছ ধরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা থাকায় এবছর বড় বড় ইলিশ ধরা পড়ছে।
সংস্থাটি বলছে, পুরো সেপ্টেম্বর জুড়েই নদীতে বড় সাইজের ইলিশ আসা অব্যাহত থাকবে।
খোঁজ নিয়ে জানা গেছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইলিশের অভয়াশ্রমসহ নদীগুলোয় জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সাগরে টহল দেয় কোস্টগার্ড। এই সময় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে খাদ্য সহায়তা দেওয়া হয় তালিকাভুক্ত জেলেদের। গত তিনবছর মা-ইলিশ সংরক্ষণের সময় সরকারের পক্ষ থেকে ভিজিএফ সহায়তা বাবদ ৩ লাখ ৯৫ হাজার ৭০৯টি জেলে পরিবারকে ২০ কেজি হারে মোট ৭ হাজার ৯১৪ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। চলতি বছরের ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯’ পালনের সময় সরকার ভিজিএফ খাদ্য সহায়তার পরিমাণ বাড়িয়ে ২ লাখ ৪৮ হাজার ৬৭৪টি জেলে পরিবারের জন্য ৪০ কেজি হারে মোট ৩৯ হাজার ৭৮৮ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। এসময়ে জাটকার সম্প্রসারিত নদী তীরবতী ১৩টি জেলার ৫১ উপজেলায় মোট ৪৭ হাজার ৪৮০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, ‘সরকারের কঠোর নজরদারির কারণেই ইলিশের সুদিন ফিরেছে। ইলিশ সংরক্ষণে সরকারের উদ্যোগ শতভাগ বাস্তবায়নে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। জেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, জনপ্রতিনিধি এবং জেলেরা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করেছে। এসব কারণেই মূলত এবছর ইলিশ বড় হওয়ার সুযোগ পেয়েছে। আশা করছি আগামী বছরও ভালো সাইজের ইলিশ পাবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।