সরকারের তৎপরতায় ষড়যন্ত্রকারীরা পিছু হটতে শুরু করেছে: ড. সেলিম মাহমুদ

জুমবাংলা ডেস্ক: দেশের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যে চিঠি প্রেরণ করেছেন, সেটি সংবিধান অনুযায়ী সর্বোচ্চ অপরাধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

তিনি বলেন, ‘বিএনপি এবং তার সহযোগী কিছু ব্যক্তি বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি এই ষড়যন্ত্র প্রকাশিত হওয়ায় শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সরকারের শক্তিশালী তৎপরতায় ষড়যন্ত্রকারীরা পিছু হটতে শুরু করেছে।’

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির এক ভার্চুয়াল সভায় তিনি এই মন্তব্য করেন।

ড. সেলিম বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, ষড়যন্ত্র তখনই সফল হয়, যখন ষড়যন্ত্রের কথা গোপন থাকে। যেই ষড়যন্ত্র প্রকাশিত হয়ে যায়, সেটি ব্যর্থ হয়। বাংলাদেশের ভেতরে এবং বহির্বিশ্বে শেখ হাসিনার শক্তিমত্তা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে ষড়যন্ত্রকারীদের কোনো ধারণা নেই বলে তারা ষড়যন্ত্রে এত সময় ব্যয় করছে। ইতিহাস কখনো ষড়যন্ত্রকারীদের ক্ষমা করে না।’

সেলিম মাহমুদ বলেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উদ্ভাবনীমূলক নানা পদ্ধতিতে রাষ্ট্রবিরোধী নানা অপপ্রচারের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে।’

তিনি এই টিমকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে রাষ্ট্রবিরোধী সব অপপ্রচারের বিরুদ্ধে আরও সোচ্চার থাকার আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য জাকিয়া পারভীন খানম এমপি, প্রফেসর ড۔ অসীম সরকার, ব্যারিস্টার সৌমিত্র সর্দার, আমেনা কোহিনুর, সৈয়দ আবু তোহা, প্রফেসর ড۔ শামসুর রহমান, অ্যাডভোকেট ওমর ফারুক আসিফ, সাজ্জাদ হোসেন চিশতী, সাঈদ খান শাওন, নুরুল ইসলাম মজুমদার, আরিফ সোহেল, দিলরুবা ইয়াসমিন, রায়হান কবির, ড۔ শবনম জাহান, জামান সিকদার, মোয়াজ্জেম হোসেন কাওসার, ফাহিম শাহরিয়ার প্রমুখ।