স্পোর্টস ডেস্ক: করোনার কারণে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। বন্ধ সব খেলাধুলা। এ উদ্বেগের মধ্যে আলোচনায় ভারত-পাকিস্তান ক্রিকেট। দুই দেশেই প্রাণঘাতী ভাইরাসে প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।
এ অবস্থায় আর্থিক ফান্ড সংগ্রহের জন্য ইন্দো-পাক সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। এরপরই হঠাৎ করে আলোচনায় ঢুকে পড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।
পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েবকে সমর্থন জানান তার এক সময়ের সতীর্থ শহীদ আফ্রিদি। তবে বিরোধিতা করেন টিম ইন্ডিয়ার দুই কিংবদন্তি কপিল দেব ও সুনিল গাভাস্কার। এবার এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অবস্থান জানালেন এক কর্তা।
শোয়েবের প্রস্তাবের পর দুই দেশের ক্রিকেটারদের মধ্যে নতুন করে পাক-ভারত দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে কথার লড়াই শুরু হয়েছে। তার প্রস্তাব ভেবে দেখা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কপিল। তিনি বলেন, করোনা আতঙ্কের মাঝে অর্থ সংগ্রহে জীবনের ঝুঁকি নিয়ে ভারতীয় ক্রিকেটারদের ২২ গজে ঠেলে দেয়া হবে না।
এ দিকে শোয়েবের প্রস্তাবকে কটাক্ষ করেন গাভাস্কার। তিনি বলেন, ভারত-পাকিস্তান ক্রিকেট হওয়ার চেয়ে লাহোরে তুষারপাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
এর মাঝে অবসর নিয়ে বড় বেশি সময় নিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলে মন্তব্য করেন শোয়েব। পাশাপাশি মাহির ক্যারিয়ারে অবসরের সঠিক সময় কী হতে পারত তা জানিয়েছেন তিনি।
অন্যদিকে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধের জন্য বিসিসিআইকে কাঠগড়ায় তোলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। এ ইস্যুতে ভারতীয় বোর্ডকে অবিশ্বস্ত বলেও আক্রমণ করেন তিনি। সেই সঙ্গে পিসিবির লোকসানের জন্য বিসিসিআই দায়ী বলে দাবি করেন মানি।
তবে এ মুহূর্তে ভারত-পাক সিরিজ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ ভারতীয় বোর্ড। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের এক কর্তা জানিয়েছেন, সরকারের নির্দেশ না পেলে পাকিস্তানের সঙ্গে খেলতে পারবে না ভারত।
তিনি বলেন, আইসিসিকে এ নিয়ে অবহিত করা হয়েছে। ভারতীয় তথা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্মতি পেলেই আমরা ভারত-পাক ক্রিকেট নিয়ে ভাবতে পারি। এর আগে দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে চিন্তার অবকাশ নেই। সরকারি সম্মতি না পেলে আমরা পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে পারব না।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এ সময়ে কেবল ২০১২ সালে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় চিরশত্রু দু’দেশ।
এর পর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট মহারণ বন্ধ রয়েছে। ২০১৯ সালে কাশ্মীরে তথাকথিত জঙ্গি আক্রমণের পর পাক-ভারত সম্পর্কে আরও চিড় ধরে। ফলে এখন শুধু আইসিসি টুর্নামেন্ট ও এশিয়া কাপে মুখোমুখি হতে দেখা যায় ভারত-পাকিস্তানকে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.