সরল পথে চলা নিয়ে যা বললেন প্রভা

সাদিয়া জাহান প্রভা

বিনোদন ডেস্ক: ছোট পর্দার গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজল কালো চোখে তাকিয়ে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি মিষ্টি হেসে কথা বলে উড়িয়ে নেন ভক্তদের মন। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে এখনও নিজেকে অভিনয়ে ধরে রেখেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব প্রভা। প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে। আগে নেটিজেনরা তার কোনো ছবিতে মন্তব্য করার সুযোগ না পেলেও, এখন তিনি সেই অপশন চালু রেখেছেন।
সাদিয়া জাহান প্রভা
গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন প্রভা। নীল জামা পরে সোফায় বসে ক্যামেরায় লুক দিয়েছেন তিনি। তার সেই লুক নেটিজেনদের নজর কেড়েছে। এ অভিনেত্রীর মিষ্টি হাসিতে কুপোকাত তারা।

ক্যাপশনে প্রভা লিখেছেন, আপনি যতই সরল পথে চলুন, তারপরও কিছু মানুষ আপনার বাঁকা ছায়া নিয়ে সমালোচনা করবে। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না।

ক্যামেরা দেখে প্যান্টের পকেটে কী লুকালেন সালমান খান, ধরা পড়ল ভিডিওতে