বিনোদন ডেস্ক : মিহি আহসানের সঙ্গে অনেকদিন যাবত প্রেম করার পর বিয়ে করতে নারাজ রায়হান রিয়াদ। প্রেমিক ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলেও সেখান থেকে আশানুরূপ কোনও সাড়া না পেয়ে হতাশ হয়ে পড়ে মিহি!
সোশাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যম থেকে মিহির সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু ফোন ধরেননি। তবে, তার পরিবারের অভিভাবক হিসেবে একজন জানায়, মিহি ও তার পরিবার আপাতত বিষয়টি পারিবারিকভাবে দেখছে। এই মুহূর্তে তারা কথা বলতে অপারগ! অন্যদিকে প্রেমিক রায়হান রিয়াদের ফোন বন্ধ পাওয়া গেলেও তার পরিবারের কেউ ফোন ধরছেন না।
এরকমই একটি গল্প নিয়ে তৈরি হচ্ছে নাটক ‘সরি বিয়ে করবো না’। ঘুড্ডি নেটওয়ার্ক-এর প্রযোজনায় নাটকটি পরিচালনা করছেন স্বপন বিশ্বাস। সহযোগী পরিচালক হিসেবে আছেন খান সোহেল।
নাটকটিতে মিহি আহসান ও রায়হান রিয়াদ ছাড়া আরও অভিনয় করছেন পীরজাদা শহীদুল হারুন, শায়লা আক্তার, জুবায়ের জাহিদসহ অনেকে।
পরিচালক স্বপন বিশ্বাস বলেন, ‘নাটকটি কমেডি ধাঁচের গল্প। মিহি-রিয়াদসহ সবাই ভালো অভিনয় করছেন।’
অভিনেত্রী মিহি আহসান বলেন, ‘স্বপন ভাইয়ার সঙ্গে এর আগেও বেশ কয়েকটি কাজ হয়েছে। উনি খুবই মেধাবী ডিরেক্টর। আশা করছি দর্শকরা নাটকটি দেখে আনন্দিত হবেন।’
আগামী ঈদুল আজহায় দর্শকরা ঘুড্ডি নেটওয়ার্কের ইউটিউব চ্যানেল এবং একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা।