‘সর্বহারা পার্টি’র পোস্টারিং, মানুষের মধ্যে আতঙ্ক

জুমবাংলা ডেস্ক : পূর্ব বাংলার সর্বহারা পার্টির নামে বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন বাজারে পোস্টারিং করা হয়েছে। এ ঘটনায় পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

তবে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আতঙ্কের কিছু নেই, তারা প্রতি বছরই এ ধরনের পোস্টারিং করে নিজেদের অবস্থান জানান দিয়ে থাকে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ভবানীপুর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে সর্বাহার পার্টির পোস্টার দেখা গেছে।

ভবানীপুর গ্রামের বাসিন্দা সেলিম হোসেন ও ফিরোজ আহাম্মদ জানান, বাজারে চা পান করতে গিয়ে বিভিন্ন দোকানের দেয়ালে সর্বহারা পার্টির নামে পোস্টার দেখা যায়। পোস্টারের লেখা দেখে গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এক সময় ভবানীপুর ছিল সর্বহারাদের প্রধান ঘাঁটি। এ ছাড়া ধুনট উপজেলার মথুরাপুর, সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা থেকে লোকজন সংঘবদ্ধ হয়ে ভবানীপুরে সভা করতেন। গ্রামের ধনীদের কাছ থেকে চাঁদা নিতেন তারা। নতুন করে আবার তাদের তৎপরতা গ্রামবাসীকে শঙ্কিত করেছে।

নাম গোপন রাখা শর্তে সর্বহারা পার্টির সাবেক এক সদস্য বলেন, “সিরাজ সিকদারের গ্রুপ থেকে বের হয়ে এসে আনোয়ার কবির গ্রুপ ভবানীপুরে অবস্থান নেয়। আশির দশকে সিরাজ সিকদার গ্রুপ সিরাজগঞ্জের কাজিপুরে সম্মেলন করে। হঠাৎ সিরাজ সিকদারের ছবি দিয়ে পোস্টারিং বিষয়টা বুঝলাম না।”

ভারত সফরে আসছেন ট্রাম্প, হোয়াইট হাউসে আমন্ত্রণ পাচ্ছেন মোদি

ওসি শফিকুল ইসলাম বলেন, “ভবানীপুর তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায়। সেই সব এলাকা থেকে এসে ভবানীপুর বাজারে পোস্টারিং করা হয়।

“তবে আতঙ্কের কিছু নেই। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। যারা পোস্টারিং করেছে, সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা চলছে।”