বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সস্তার স্মার্টফোন বাজারে ফের নয়া মডেল লঞ্চ Motorola-র। সোমবার প্রতিবেশী দেশ ভারতে লঞ্চ হয়েছে Moto e22s। এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের এই ফোনে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ব্যবহার করেছে Motorola। কম দামের ফোন হলেও থাকছে প্রিমিয়াম লুক। পাতলা ডিজাইনের এই ফোন হাতে নিয়ে ব্যবহারে সময় প্রিমিয়াম ফিল হবে। কালো ও নীল রঙে বিক্রি হবে এই বাজেট স্মার্টফোন।
Moto e22s: দাম
Moto e22s -এর দাম 8,999 টাকা। 22 অক্টোবর থেকে এই ফোন বিক্রি শুরু করবে Motorola। Jio গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ অফার। এই ফোন কিনলে মোট 2,549 টাকার সুবিধা পাবেন Jio গ্রাহকরা। এর মধ্যে রিচার্জের সময় 2,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে ও Zee5 মেম্বারশিপে 549 টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।
Moto e22s: স্পেসিফিকেশন
Moto e22s -তে চলবে Android 12 অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকছে 6.5 ইঞ্চি HD+ LCD IPS ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio G37 চিপসেট। সেখানে 2.3 GHz অক্টা-কোর প্রসেসর থাকছে। প্রসেসরে রয়েছে HyperEngine প্রযুক্তি। Motorola-র দাবি এই প্রযুক্তি ব্যবহারের ফলে একদিকে যেমন বেশি রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা যাবে অন্যদিকে নেটওয়ার্ক কানেকশনে উন্নতি হবে। একই সঙ্গে ফোনে মিলবে দুর্দান্ত পারফরম্যান্স ও ভালো পাওয়ার এফিসিয়েন্সি।
e22s -এ থাকছে 16 MP AI ক্যামেরা। এই ফোনের ক্যামেরায় ডুয়াল ক্যাপচার মোড রয়েছে। অর্থাৎ সামনে ও পিছনের ক্যামেরা ব্যবহার করে একই সঙ্গে ভিডিয়ো রেকর্ড ও ছবি তোলা যাবে। এছাড়াও Motorola -র সস্তার ফোনে রয়েছে Time Lapse, Dual Capture, Face Beauty, Live Filter, Panorama, Pro Mode, Night Vision, Portrait মোড ও HDR সাপোর্ট।
এই ফোনে রয়েছে 4 GB RAM ও 64 GB স্টোরেজ। যদিও 1 TB পর্যন্ত microSD কার্ড সাপোর্ট দিয়েছে Motorola। রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে পাবেন 10 W চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল 4G সাপোর্ট থাকছে। এছাড়াও Bluetooth v5.0, 2.4GHz ও 5GHz ডুয়াল Wi-Fi থাকছে। সুরক্ষার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।