সস্তায় সোলার হাইব্রিড গাড়ি বাজারে আনছে টাটা

টাটা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: যত দিন যাচ্ছে পেট্রোল, ডিজেলের দাম ততই বাড়ছে। এর ফলে সাধারণ লোকের পকেটে টান পড়ছে। একদিকে ফুয়েলের জ্বালানির দাম কমার কোন সম্ভবনা নেই, অন্যদিকে দেশে গরিব ও মধ্যবিত্ত লোকের সংখ্যা প্রচুর। এরকম পরিস্থিতিতে লোকেরা অন্য অপশন খুঁজছে ট্রাভেল করার জন্য এবং পাবলিক ট্রান্সপোর্টের জন্য।

সেন্ট্রাল গভর্মেন্ট চেষ্টা চালাচ্ছে বাজারে ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়ানোর জন্য। যাতে পেট্রোল , ডিজেলের উপর নির্ভরশীলতা কমানো যেতে পারে। এখন দেশে ইলেকট্রিক স্কুটার পৌঁছে গেলেও, ইলেকট্রিক গাড়ি এখনো পর্যন্ত বাজারে আসেনি। একটা কোম্পানি ছাড়া এখনও পর্যন্ত অন্য কোন কোম্পানি ইলেকট্রিক কার বাজারে আনেনি।
টাটা
আপনারা হয়তো অনেকেই জানেন না, এখন সোলার এনার্জি গাড়ি চলে এসেছে। সৌরশক্তি দ্বারা চালিত গাড়ি এনার্জি এবং ফুয়েলের নতুন উৎস হতে চলেছে। সৌরশক্তি চালিত গাড়ি যানবাহনের মধ্যে আসতে চলেছে। এটার অনেক সুবিধাও আছে। এটার দ্বারা দূষণও সৃষ্টি হয় না।

এখন সূর্যের শক্তি দ্বারা যানবাহন চালিত হয়ে থাকবে। এমনটাই জানিয়েছেন। সোলার হাইব্রিড ইলেকট্রিক কার তৈরি হতে চলেছে। ISRO দাবি করেছে, এটি পরিবেশবন্ধু। তা ছাড়া ইসরো (ISRO) এখন কাজ করছে, কিভাবে গাড়ির দাম আরো কমানো যেতে পারে, যেটি সাধারণ মানুষের বাজেটের মধ্যে আসবে। টাটা সহ্ একাধিক কোম্পানি ইসরোর এই গাড়িটি লঞ্চ করতে চলেছে।

ছিল শুঁয়োপোকা, হয়ে গেল চকোলেট! নতুন চমক