সহকর্মীর আলিঙ্গনের চাপে ভাঙল পাঁজরের তিনটি হাড়! ক্ষতিপূরণ চেয়ে আদালতে মহিলা

সহকর্মীর আলিঙ্গনের চাপে ভাঙল পাঁজরের তিনটি হাড়! ক্ষতিপূরণ চেয়ে আদালতে মহিলা

আন্তর্জাতিক ডেস্ক : মহিলা সহকর্মীকে আলিঙ্গন করেছিলেন। সেই আলিঙ্গনের চাপে ভেঙে গেল মহিলার পাঁজরের তিনটি হাড়। শেষমেশ ওই সহকর্মীকে আদালতে টেনে নিয়ে গেলেন মহিলা। ঘটনাটি চীনের হুনান প্রদেশের।

সহকর্মীর আলিঙ্গনের চাপে ভাঙল পাঁজরের তিনটি হাড়! ক্ষতিপূরণ চেয়ে আদালতে মহিলা
প্রতীকী ছবি

পুলিশ সূত্রে খবর, কর্মস্থলে মহিলা সহকর্মীর সঙ্গে কথা বলতে বলতে তাকে জোরে আলিঙ্গন করেন পুরুষ সহকর্মী। সেই সময়ই ব্যথা অনুভব করে চিৎকার করে উঠেছিলেন মহিলা। তখনকার মতো বিষয়টি ধামাচাপা পড়ে গেলেও, বাড়ি পৌঁছতেই মহিলার অস্বস্তি বাড়তে শুরু করে।

আরও ব্যথা বাড়ায় বুকে গরম তেল মালিশ করেন। এ ভাবেই পাঁচ দিন ধরে তেল মালিশ করেও যখন ব্যথা কিছুতেই কমছিল না, তখন তিনি হাসপাতালে যান। সেখানে তার বুকের এক্স-রে করানো হতেই চিকিৎসকরা দেখেন, মহিলার ডান দিকের দু’টি পাঁজর এবং বাঁ দিকের একটি পাঁজর ভাঙা। মোট তিনটি পাঁজর ভাঙা অবস্থায় পাওয়া যায়।

বিষয়টি প্রকাশ্যে আসতেই মহিলা কাজ থেকে কয়েক দিনের ছুটি নেন। ফলে তার আয়ও কমে যায়। মহিলার দাবি, যে টাকা ছিল, সবই চিকিৎসার কাজে খরচ হয়ে গিয়েছিল। সুস্থ হওয়ার পর ওই সহকর্মীর সঙ্গে বিষয়টি নিয়ে একটি রফা করতে চেয়েছিলেন মহিলা।

অভিযোগ, ওই সহকর্মী পাল্টা দাবি করেন যে, তার আলিঙ্গনের কারণে পাঁজর ভেঙেছে এর প্রমাণ কী আছে? তার পরই মহিলা ওই সহকর্মীর বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে আদালতে মা ম লা করেন।

মামলার শুনানিতে আদালত ওই সহকর্মীকে ১০ হাজার ইউয়ান (১ লক্ষ ১৬ হাজার টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত যুক্তি দিয়েছে যে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে, মহিলা কোনও কাজ করতে গিয়ে এমনটা ঘটেছে। সূত্র: আনন্দবাজার

এক রাতের জন্য কত টাকা নেন স্বস্তিকা