সহকর্মীর সঙ্গে গোপন সম্পর্ক, ব্যাংকের শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : সহকর্মীর সঙ্গে গোপন ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে প্রতিষ্ঠানের আচরণ বিধি লঙ্ঘন করায় প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ন্যাডিন আনকে বরখাস্ত করেছে কানাডার সর্ববৃহৎ ব্যাংক রয়্যাল ব্যাংক অব কানাডা (আরবিসি)। গত শুক্রবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

আনের পরিবর্তে অন্তর্বর্তীকালীন প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে ওইদিন ক্যাথেরিন গিবসনকে নিয়োগের কথা জানায় রয়্যাল ব্যাংক অব কানাডা।

এক বিবৃতিতে ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, আনের বিরুদ্ধে অভিযোগ জানার পর তদন্ত শুরু করে দেখা যায়, তিনি অন্য একজন কর্মচারীর সাথে গোপন ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রেখে ব্যাংকের আচরণবিধি লঙ্ঘন করেছেন।
অভিযুক্ত দুজনকেই বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে আনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আন এর আগে আরবিসিতে বিনিয়োগকারী সম্পর্কের প্রধান ছিলেন। ২০২১ সালের সেপ্টেম্বরে তিনি ব্যাংকটির সিএফওর দায়িত্ব পান।

https://www.itvbd.com/140696