স্বাস্থ্য ডেস্ক : ইনসুলিন পাম্প ছোট দিয়াশলাই বাক্সের মতো। এর ওজন প্রায় ১২০ গ্রাম। প্যান্টের পকেট, বেল্টের সঙ্গে, মোজা বা বক্ষবন্ধনী প্রভৃতির মধ্যে অনায়াসে রাখা যায় এটি।
পাম্পের মধ্যে রয়েছে ইনসুলিন সিরিঞ্জ, যা ইনসুলিনকে শরীরে প্রবেশ করায়। এ সিরিঞ্জ তিন মিলি আকারের। এটি ৩০০ ইউনিট ইনসুলিন বহন করে। পাম্প থেকে লম্বা টিউবের শেষ প্রান্তে রয়েছে নমনীয় ক্যাথেটার। পেটের ওপর বা উরুদেশ বা হাতের ওপরের অংশে (ট্রাইসেপে) ক্যাথেটার লাগানো যেতে পারে।
তিন থেকে ছয় দিন পর সিরিঞ্জ ও ইনফিউশন সেট বদল করতে হয়। মেশিনের ব্যাটারি পাঁচ থেকে আট সপ্তাহ পর বদল করতে হয়।
ইনসুলিন পাম্প ব্যবহার বেশ সহজ। ঝুঁকিমুক্ত। এ পাম্পে কোনো গোলমাল দেখা গেলে মেশিনের অ্যালার্ম সতর্ক করে দেয়। গোসল করা, সাঁতার কাটার সময় ক্যাথেটার দেহে অক্ষত রেখে সহজে পাম্প ও টিউব খুলে নেওয়া যায়; আবার লাগিয়েও দেওয়া যায়।
তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।