আন্তর্জাতিক ডেস্ক : মস্কো এবং কিয়েভের মধ্যে একাধিকবার শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে তুরস্ক। কিন্তু সেসব আলোচনায় বড় কোনো অর্জন হয়নি। তুরস্ক এখন বলছে, ইউক্রেন যুদ্ধ সহজে শেষ হবে না। দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর আঙ্কারায় বছরের শেষ ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
হুলুসি আকর বলেন, এটা বলা বেঠিক হবে না যে, যুদ্ধ বন্ধে আমাদের ‘শুভ কামনা’ থাকলেও সহজে এই যুদ্ধ শেষ হবে না। এই যুদ্ধ ২০২৩ সালব্যাপী চলতে পারে বলে আশঙ্কার কথা জানান তিনি। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা যুদ্ধবিরতি চাই, অন্ততপক্ষে মানবিক যুদ্ধবিরতি হোক। তারপর শান্তি আলোচনা এবং স্থায়ী যুদ্ধবিরতি।
মস্কো ও কিয়েভ—উভয়ের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখে চলেছে আঙ্কারা। তুরস্কের মধ্যস্থতায় গত মার্চ মাসে ইস্তাম্বুলে আলোচনায় বসে দুই পক্ষ। কিয়েভসহ কয়েকটি অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় রাশিয়া। জুলাই মাসে ইস্তাম্বুলে রাশিয়া, ইউক্রেন ও তুরস্ক একটি খাদ্য চুক্তি করে। এর ফলে ইউক্রেন কৃষ্ণসাগর দিয়ে লাখ লাখ টন খাদ্যশস্য রপ্তানির সুযোগ পাচ্ছে। সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।