‘সা রে গা মা পা’ মঞ্চে অসাধারণ গান গেয়ে মুগ্ধ করলেন রচনা ব্যানার্জি, প্রশংসায় ভক্তরা

রচনা

বিনোদন ডেস্ক: প্রতি শনি ও রবিবার জি বাংলার মঞ্চ মাতাতে রাত নটায় বাঙালির ড্রইংরুমে হাজির হয় “সারেগামাপা”। প্রতিবছরের মতো এবছরও জনপ্রিয় রিয়েলিটি শো এর মঞ্চে উপস্থিত হয়েছেন সারা দেশের নানান নামিদামি শিল্পীরা। বিচারকের আসনে আসীন রয়েছেন শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র, রিচা শর্মা প্রমূখ। এছাড়া প্রতিযোগীদের মেন্টর বা গুরু হিসেবে উপস্থিত রয়েছেন মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায় প্রমূখ।

আবীর চট্টোপাধ্যায় সঞ্চালিত এই শোতে প্রতিবছর কিংবদন্তি শিল্পীদের স্মরণে নানান বিশেষ পর্বের আয়োজন করা হয়ে থাকে। এবারও অন্যতম প্রয়াত কিংবদন্তি শিল্পী আর ডি বর্মন এবং বাপ্পি লাহিড়ীর স্মরণে এদিন সারেগামাপার মঞ্চে অনুষ্ঠিত হলো জমজমাট পর্ব আর এই পর্বে বিশেষ চমক হিসেবে সারেগামাপা এর মঞ্চে উপস্থিত হয়ে নিজেও সুরের মূর্ছনায় সকলকে অভিভূত করে তুললেন খোদ বাংলার “দিদি নাম্বার ওয়ান” রচনা ব্যানার্জি।
রচনা
এদিন প্রয়াত দুই শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে রচনা ব্যানার্জি গেয়ে উঠলেন “তোমাতে আমাতে দেখা হয়েছিল” গানটি। পৃথিবীতে অবিনশ্বর অবস্থায় না থাকলেও গানে গানে এদিন তাদের অভূতপূর্ব সৃষ্টির মধ্য দিয়ে উজ্জীবিত হয়ে উঠলেন গত দুই কিংবদন্তি শিল্পী। স্বাভাবিকভাবেই বাংলার দিদি নাম্বার ওয়ানকে এমন ভিন্ন অবতারে দেখে রীতিমতো চমকে গিয়েছেন আমার দর্শকেরা।

সারা সোশ্যালমিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে এদিনের ক্লিপ। বাংলার দিদি নাম্বার ওয়ানকে গানের মঞ্চ মাতিয়ে তুলতে দেখে রীতিমত অবাক সকলে। গতানুগতিক সঞ্চালিকার বেশ ছেড়ে মাইক হাতে বাংলার সবথেকে বড় রিয়েলিটি শো এর মঞ্চে দাঁড়িয়ে গায়িকারুপে রচনাকে নতুন করে পেয়ে উচ্ছ্বসিত জনগণ। তাই এদিনের এপিসোড যদি মিস হয়ে থাকে তবে তা উপভোগ করতে আপনারাও চোখ রাখুন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে!

নিজের বেডরুম সিক্রেট ফাঁস করলেন বিদ্যা বালান