কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় কারাবন্দি সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২ সেপ্টেম্বর কুড়িগ্রামের সিনিয়র দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
এর আগে গত ৩ আগস্ট হাইকোর্টে আগাম জামিন আবেদন করলে আদালত চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে ২১ আগস্ট জেলা জজ আদালতে তিনি জামিন আবেদন করেন, তবে ২ সেপ্টেম্বর শুনানি শেষে তা খারিজ করা হয়। যদিও ৯ সেপ্টেম্বর হাইকোর্ট ছয় মাসের জামিন দেন, কিন্তু ১০ সেপ্টেম্বর রাত পর্যন্ত তিনি কারাগারেই ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে তৎকালীন ডিসি সুলতানা পারভীনের বিরুদ্ধে। পরে তাকে মাদক মামলায় সাজা দেওয়া হয়, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার চার্জশিটে সাবেক ডিসি সুলতানা পারভীনসহ চারজনকে অভিযুক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।