নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না এবং সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম এবং রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মামুন।
গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তিন সাংবাদিক বনাঞ্চলে অবৈধভাবে গজারি গাছ কাটা ও পাচারের চিত্র ধারণ করছিলেন। এ সময় কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের নির্দেশে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
হামলায় সরাসরি অংশ নেন রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মামুন এবং প্রধান অভিযুক্ত আবুল কাশেম ওরফে গজারী কাশেম। এতে গুরুতর আহত হন দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম এবং দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি হুমায়ুন কবীর তুষার।
ঘটনার পর পুলিশ আহত সাংবাদিকদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আবুল কাশেম, মামুন ও আলামিনকে গ্রেপ্তার করে কাপাসিয়া থানা পুলিশ।
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জেলা স্বেচ্ছাসেবক দল তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মো. সিরাজুল ইসলাম ও মো. মামুনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় এবং সংগঠনের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সাংবাদিক সমাজ দলীয় এই দ্রুত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



