সাই পল্লবী নিজেই নিজের ক্যারিয়ার ধ্বংস করতেছেন!

সাই পল্লবী

সাই পল্লবী ভারতের একজন খ্যাতনামা তারকা। তার জনপ্রিয়তা যে অনেক বেশি সে বিষয়ে কোন সন্দেহ নেই। ব্যক্তিত্ব, স্কিল, অভিনয় সব মিলিয়ে সাই পল্লবী দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ড্রাস্টিতে বিশেষ জায়গা করে নিয়েছে। তবে বর্তমানে তার ফিল্ম সম্পর্কিত পরিকল্পনায় বেশ গলদ দেখা দিচ্ছে।

সাই পল্লবী

সাই পল্লবী বর্তমানে অভিনয় করার জন্য যেসব সিনেমা বেছে নিচ্ছে সেসব সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ কম। এজন্য অনেকেই তার সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

সর্বশেষ জারগি মুভিতে তিনি অভনয় করেন। এ মুভির ডিরেক্টর ছিলেন গৌতম রামচন্দ্র। এখানে আদালত ও কোর্ট রোমের সিন অনেক বেশি দেখানো হয়েছে। জাতিভেদ, বর্ণভেদ, শোষণ ইত্যাদি বিষয় ফুটে এসেছে।

বলিউডের দর্শক এ ধরনের সিনেমা, টিভি সিরিজ, ড্রামা, ডকুমেন্টারি অনেক দেখেছে। ঘুরেফিরে একই বিষয় বারবার সামনে চলে আসছে। এসব ঘটনার দর্শকদের আগ্রহ তেমন নেই।

এর আগে সাই পল্লবী ভিরাতা পার্ভম সিনেমায় অভিনয় করেন। এ সিনেমাও দর্শকদের মধ্যে তেমন উদ্দীপনা সৃষ্টি করতে পারেনি। পূর্বে সাই পল্লবীকে নিয়ে যেমন দর্শকদের যেমন উন্মাদনা ছিলো সেটা হ্রাস পেতে শুর করেছে। এভাবে চলতে থাকলে পল্লবীর ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে।

সোশাল মিডিয়া পল্লবীর অনেক শুভাকাঙ্ক্ষী ও অনুসারী রয়েছে। তাদের পরামর্শ হলো সাই পল্লবী অতীতের যেসব সিনেমা দ্বারা জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন সেসব সিনেমা নিয়ে তার ভাবা উচিত। ঐ সব সিনেমার স্টোরির সাথে মিলে যায় এরকম জায়গায় তার অভিনয় করা উচিত। তা না হলে দ্রুত তার ক্যারিয়ারের অবসান ঘটে যাবে। পল্লবীর পরিকল্পনা ও সিনেমা চয়েজের ক্ষেত্রে আরও সুন্দর সিদ্ধান্ত নিতে পারতে হবে।