সাইকেলের বাংলা অর্থ জানেন নি?

সাইকেল

জুমবাংলা ডেস্ক: আমার অনেকেই ‘টেবিল’ বুঝি কিন্তু ‘মেজ’ বুঝি না। ‘চেয়ার’ চিনি, কিন্তু ‘কেদারা’ চিনি না। রিকশাওয়ালা মামাও ভার্সিটিতে নিয়ে যেতে রাজি, কিন্তু ‘বিশ্ববিদ্যালয়’ বললেই কেমন অচেনা লাগে তার কাছে। এমন আরো একটি ‘সাইকেল’। সাইকেলের বাংলা মানে কি আপনি জানেন?

সাইকেল

বাহন হিসেবে সাইকেলের ব্যবহার সেই প্রাচীনকাল থেকেই। প্রতিদিনকার নানা ব্যবহার সাইকেল একান্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই বাহনটির বাংলা অর্থ জানেন না।

১৮৪৭ সালে ‘সাইকেল’ শব্দটি প্রথম ব্যবহৃত হয়। একটি ফরাসি প্রকাশনায় এটি ব্যবহৃত হয়। সম্ভবত এই দুই চাকার গাড়ির অজ্ঞাত পরিচয় বর্ণনা করতে শব্দটি ব্যবহার করা হয়। সাইকেল শব্দটির বাংলা অর্থ হল ‘দ্বিচক্রযান’। দ্বি’ এর অর্থ দুই। আর ‘চক্র’ কথার অর্থ হলো চাকা আর ‘যান’ হলো যানবাহন। অর্থাৎ এর পুরো অর্থ হল ‘দুই চাকা বিশিষ্ট যানবাহন’।

বেশিরভাগ মানুষই সাইকেল শব্দটি বাংলা প্রতিশব্দের সঙ্গে পরিচিত নন। যেহেতু সাইকেলের বাংলা প্রতিশব্দ থেকে ইংরেজি শব্দটি সহজ তাই মানুষ ইংরেজি প্রতিশব্দটি ব্যবহার করে থাকেন।

জার্মানির কার্ল ভন ড্যারন ১৮১৭ সালে জার্মানির ম্যানহেইম শহরে সাইকেল আবিষ্কার করেন। ১৮৮০ সালে সর্বপ্রথম দুই চাকা সমান পর্যায়ে নিয়ে আসা হয়, চেন ও টায়ার সংযুক্ত করা হয়। নানান পরীক্ষা-নীরিক্ষা করার পর সাইকেল আজকের চেহারায় এসেছে। সাইকেল থেকে কোনোরকমভাবেই পরিবেশ দূষণ হয় না বলে এটা বর্তমানে পৃথিবীর সব দেশেই ব্যবহৃত হচ্ছে।

ক্ষুধার্ত শিক্ষার্থী খেয়ে ফেললেন জাদুঘরে রাখা প্রদর্শনীর কলা!