জুমবাংলা ডেস্ক: জুয়াড়ির প্রস্তাব ফিরিয়ে দেয়ার পরও দুই বছর নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসানের পাশে রয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।
বুধবার ১৪ দলের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, বিশ্বসেরা, দেশের গৌরব সাকিব আল হাসান দুই বছর নিষিদ্ধ হওয়ায় ১৪ দল দুঃখ পেয়েছে। তার পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৪ দলের নেতৃত্ববৃন্দসহ দেশবাসী।
সাকিবের উদ্দেশে ১৪ দলের নেতৃবৃন্দ বলেন, তুমি সাহস করে এগিয়ে যাও। দেশবাসী তোমার সঙ্গে আছে। সাকিব আবার বীরের বেশে ফিরে আসবে বলে ১৪ দলের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
১৪ দলের যৌথ বিবৃতিতে স্বাক্ষরদানকারী নেতারা হলেন, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি এমপি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি এমপি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার প্রমুখ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আইসিসি জানিয়েছে জুয়ারিদের কাছ থেকে প্রস্তাব পেয়েও তাদের দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) না জানানোয় দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে। আর এই এক বছরে নতুন কোনো অপরাধ না করলে বাকি এক বছর নিষেধাজ্ঞা কাটাতে হবে না।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel