স্পোর্টস ডেস্ক : একেকটি খালি আসনের বিপরীতে অনেক প্রার্থী – বাংলাদেশের বিভিন্ন ভর্তি পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষায় সাধারণত এমন দেখা যায়। ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ‘দ্য হান্ড্রেড’-এ এবার তেমনি এক পরীক্ষায় নামতে যাচ্ছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাসরা।
হান্ড্রেডের ড্রাফটের জন্য নিবন্ধিত খেলোয়াড়ের তালিকা আজ প্রকাশ করেছে টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষ। ছেলে ও মেয়েদের লিগ মিলিয়ে ২২ দেশের ৮৯০ জন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করিয়েছেন। কিন্তু এখান থেকে সুযোগ পাবেন কত জন? ক্রিকবাজ জানাচ্ছে, মাত্র ৭৫ জন! অর্থাৎ, গড়ে প্রায় প্রতি ১২ জনে মাত্র একজন ক্রিকেটার ড্রাফট থেকে সুযোগ পাবেন হান্ড্রেডে। ছেলে ও মেয়েদের লিগের জন্য ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ২০ মার্চ।
এত এত খেলোয়াড়ের মধ্য থেকে সুযোগ পাওয়ার এই ইঁদুর দৌড়ে বাংলাদেশ থেকে নাম নিবন্ধন করিয়েছেন সাকিব, তামিম, লিটন, তাসকিনরা। মেয়েদের লিগে বাংলাদেশ থেকে একমাত্র নিবন্ধিত নাম জাহানারা আলম। ছেলে ও মেয়ে মিলিয়ে বাংলাদেশের ১৬ ক্রিকেটার নাম নিবন্ধন করিয়েছেন। প্রসঙ্গত, ‘দ্য হান্ড্রেডে’র এবার চতুর্থ মৌসুম হতে যাচ্ছে, আগের তিন মৌসুমে কোনো বাংলাদেশি ক্রিকেটার সেখানে সুযোগ পাননি।
হান্ড্রেডে খেলোয়াড়েরা নিজেদের একটা ভিত্তিমূল্যেও নিবন্ধিত করতে পারেন, আবার চাইলে কোনো ভিত্তিমূল্য ছাড়াও নিবন্ধন করাতে পারেন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ১১ জন নিজেদের নাম নিবন্ধন করেছেন কোনো ভিত্তিমূল্য বেঁধে না দিয়ে।
হান্ড্রেডের ড্রাফটে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার পাউন্ডে বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন ৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ পাউন্ডে আছেন ৯ জন। এই দুই শ্রেণিতে বাংলাদেশের কেউ নেই। তৃতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ডে নিজের নাম নিবন্ধন করানো ১৪ ক্রিকেটারের মধ্যে প্রথম বাংলাদেশি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে – সাকিব আল হাসান।
এর পরের শ্রেণি, অর্থাৎ ৬০ হাজার পাউন্ডের শ্রেণিতে বাংলাদেশের দুজন – তামিম ইকবাল ও লিটন দাস। দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে খুঁজে পাওয়া যাবে ৫০ হাজার পাউন্ড ‘ক্লাব’-এ।
এর বাইরে ছেলেদের মধ্যে কোনো ভিত্তিমূল্য ছাড়া নিজেদের নাম নিবন্ধন করানো দশ বাংলাদেশি ক্রিকেটার – নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ হাসান, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার।
মেয়েদের ড্রাফটে থাকা একমাত্র বাংলাদেশি জাহানারা আলমও নিজের কোনো ভিত্তিমূল্য বেঁধে দেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।