স্পোর্টস ডেস্ক : লাল-সবুজ জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর কাটিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। নিজের চেনা মাঠে, চেনা মানুষের সামনে বিদায় নিতে চেয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়টা ছিল না তার অনুকূলে। আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব তখন অনেকের কাছেই খলনায়ক। চাইলেন নিরাপত্তা। শুরুতে নেতিবাচক মন্তব্য।
এরপর নম্র হলো বিসিবি ও সরকারের মনোভাব। বিভিন্ন পর্যায় পেরিয়ে শেষ পর্যন্ত ঢাকার উদ্দেশে যাত্রাও শুরু করেন সাকিব। কিন্তু থামতে হলো দুবাইয়ে। অন্যদিকে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের অন্যতম সফল অধিনায়ক ও পেস বোলার মাশরাফি বিন মর্তুজাও কোণঠাসা হয়ে পড়েছেন। তাকে নিয়েও চলছে সমালোচনা। দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের দুই পাণ্ডবকে নিয়ে এবার মুখ খুললেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
শুক্রবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
মোহাম্মদ সালাউদ্দিনের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
‘‘দেশের প্রতি দেশের মানুষের প্রতি কখনই এতো রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে, আমরা মানুষ কী কখন ও নিজেরা ভুল করি না, কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেয় উচিত, কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়া মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।
একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সন্মান করে কাদের জন্য, তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না, রাজনীতি করছে বলে এরা খুনি??? এদের সাথে মিশেছেন, এরা কত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করাইছে সেটা কী জানেন?
তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু, যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করছে তা কী দেখছেন, সাকিব যে আঙুলে চিড় নিয়া বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য? দেশকে সবাই কম বেশি ভালোবাসে, এদের ভালোবাসা টা হইতো দেখা যায়ও না, এদের কাছ থেকে দেখেছি, এরা মানুষের উপকার ছাড়া কারো ক্ষতি করেনি, এরা খুনি না।
খুব কষ্ট পাচ্ছি এদেরকে মাঠ থেকে বিদায় দেখতে পাব না, মানুষকে মাফ করুন, আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দিবেন, আমরা সবাই কম বেশি অপরাধী, সম্মান কাউকে দিলে আপনিও সন্মানীত হবেন।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।