Advertisement
স্পোর্টস ডেস্ক : ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে নতুন স্পিন কোচ পাচ্ছে বাংলাদেশ দল। শুক্রবারই ঢাকা আসছেন বাঁহাতি স্পিন গ্রেট ড্যানিয়েল ভেটোরি।
গত জুলাইয়ে, বাংলাদেশের স্পিন কোচ হিসেবে নাম ঘোষণার পর এই প্রথম দলের সঙ্গে কাজ করবেন ভেটোরি। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্টের সঙ্গেই জানানো হয়েছিল ভেটোরির নাম। প্রথম দুই জন কাজ শুরু করেছেন আগেই। তবে, ভেটোরির সঙ্গে চুক্তির ধরনই ভিন্ন।
আগামী অক্টোবরে, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন বাংলাদেশের স্পিনারদের সঙ্গে কাজ করবেন ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।