স্পোর্টস ডেস্ক : আইসিসির দশক সেরা একাদশে সাকিব আল হাসানের জায়গা পাওয়াটা দেশের জন্য গর্বের। এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। তিনি মন্তব্য করেন, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হোম গ্রাউন্ডে হওয়ায় ফেভারিট বাংলাদেশ। তবে আন্তর্জাতিক এই সিরিজে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দেবে না বলে জানান জালাল ইউনুস।
২০১১ সালে প্রথম বারের মতো আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষ উঠেছিলেন সাকিব। এরপর থেকে ব্যাটিং আর বোলিংয়ে দুর্ধর্ষ পারফরমেন্সে বিশ্বসেরা হওয়াটা অভ্যাসে পরিণত করেছেন মিস্টার সেভেন্টি ফাইভ। সর্বশেষ ইংল্যান্ড বিশ্বকাপে সাকিবের পারফরমেন্স ছিলো ঈর্শ্বনীয়। মাঝে এক বছর নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিলেন নির্বাসনে।
কিন্তু, তার পরেও গেলো ৯ বছরে সাকিবের ওয়ানডেতে পারফরমেন্সে অন্য কোন ক্রিকেটার সেই জায়গা নিতে পারেনি। তাই তো আইসিসি’র দশক সেরা একাদশে অলরাউন্ডার হিসেবে একমাত্র প্রতিনিধি তিনিই। যা গর্বের লাল সবুজের ক্রিকেটের।
করোনার আগ্রাসন চললেও ক্রিকেট খেলুড়ে বেশ কয়েকটি দেশে গ্যালারিতে দর্শক উপস্থিতি দেখা গেছে। বাংলাদেশের এরই মধ্যে প্রেসিডেন্ট কাপ ও বঙ্গবন্ধু কাপ আয়োজন করেছে বিসিবি। দর্শক দেখা যায়নি গ্যালারিতে। থাকবে না ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজেও। এক বছর পর মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠ হওয়ায় টাইগারদের আপার হ্যান্ডেই রাখলেন এই বোর্ড কর্তা।
১০ জানুয়ারি ঢাকায় আসবে উইন্ডিজ। ২০ তারিখে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।