স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের মহা’মারীর কারনে দেশে অঘোষিত লকডাউনে চরম বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। এমতাবস্থায় তাদের সাহায্যের জন্য নিজের প্রথম ডাবল শতকের ব্যাট নিলামে তুলতে যাচ্ছেন মুশফিক৷ এবার তাকে অনুসরণ করে নিজের অর্জিত স্মারক নিলামে তোলার ইচ্ছা পোষণ করেছেন টাইগার সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
বাংলাদেশের সংস্কৃতিতে ক্রিকেটারদের স্মারক নিলামে তোলার প্রচলন নেই বলে প্রক্রিয়া নিয়ে কিছুটা সংশয়ে অবশ্য সাবেক এই অধিনায়ক। তবে কোন প্রতিষ্ঠান আগ্রহ দেখালে কিংবা প্রক্রিয়া শুরু করলে নিজের অনেক স্মারকই নিলামে তুলে দিবেন অসহায়দের সাহায্যার্থে।
এই দুঃসময়ে আশরাফুল নিলামে তুলছেন দুটি ব্যাট। দুটি ব্যাটের একটি ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়া-বধের ম্যাচের। আরেকটি ব্যাট কোনটি হতে পারে- তা সহজেই অনুমেয়। হ্যাঁ, সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হয়েছিলেন যে ব্যাট দিয়ে খেলে।
আশরাফুল এখনো সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। বিশ্বরেকর্ডের এই ব্যাট ভালো মূল্য পাবে, এমনই প্রত্যাশা দেশের ক্রিকেটের বড় এই তারকার।দেশের ক্রিকেটে নিলামের সংস্কৃতির কেবল শুরু বলা যেতে পারে।
মাত্র এক দিন আগে সাকিব আল হাসানের বিশ্বকাপ ব্যাট বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়, যার ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। আশরাফুল তার ব্যাটের ভিত্তিমূল্য রাখতে চান ১৫ লাখ টাকার মত।
আশরাফুল বলেন, ‘সাকিবেরটি বিশ্বকাপ পারফরম্যান্সের ব্যাট। ইতিহাস গড়া ব্যাট মুশফিকের। আর আমারটি তো একেবারের বিশ্বরেকর্ড গড়া ব্যাট। ওদের যদি বেজ প্রাইস পাঁচ ও ১০ লাখ টাকা হয়, তাহলে আমারটির আরো বেশি হওয়া উচিত। আমি ঠিক করেছি নিলামে বিশ্বরেকর্ড গড়া ব্যাটটির বেজ প্রাইস ধরে দেব ১৫ লাখ টাকা।’
প্রসঙ্গত, নিলামে ব্যাট তুলবেন মুশফিকুর রহিমও। সাকিব-আশরাফুল মত তিনিও লভ্যাংশ ব্যয় করবেন করোনাভাইরাস মোকাবেলার কাজে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।