সাকিবের বাবার নাম ভুল নিয়ে শেষমেশ যা বললেন তার সেই বিজনেস পার্টনার

সাকিব

স্পোর্টস ডেস্ক: শেয়ারবাজার কারসাজিতে নাম আসার পর এবার বদলে গেল ক্রিকেটার সাকিব আল হাসানের বাবার নাম। খন্দকার মাসরুর রেজার পরিবর্তে কোম্পানি ফর্মে নাম দেয়া হয়েছে কাজী আব্দুল লতিফ। তবে, সাকিবের বিজনেস পার্টনার আবুল খায়ের হিরুর দাবি, নিবন্ধনের সময় ভুল হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসির শুভেচ্ছা দূত হওয়ার পর চলতি বছর জানুয়ারিতে মোনার্ক হোল্ডিংস লিমিটেড নামে একটি ব্রোকারেজ হাউজের যাত্রা শুরু করে। ঐ কোম্পানির চেয়ারম্যান সাকিব আর ব্যবস্থাপনা পরিচালক শেয়ারবাজার কেলেংকারিতে আলোচিত আবুল খায়ের হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসান।
সাকিব
১৫ ডিসেম্বর ২০২১ এ স্বাক্ষরিত কোম্পানি ফর্মে দেখা যায় খন্দকার মাসরুর রেজার পরিবর্তে সাকিবের বাবার নাম দেয়া হয়েছে কাজী আব্দুল লতিফ। এমন কাণ্ড আবারও জন্ম দিয়েছে নানা প্রশ্নের। অবশেষে বিষয়টি পরিষ্কার করলেন আবুল খায়ের হিরু। বললেন, ভুলটি করেছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর-আরজিএসসি।

আবুল খায়ের হিরু মোবাইল ফোনে বলেন, ‘যখন আমরা কোম্পানি ফর্ম করি তখন ঠিক ছিল। যখন এডিশনাল কিছু কাজ যুক্ত করা হয় তখন সাদিয়ার বাবার নাম ওরা ভুল করে সাকিবের বাবার নামে দিয়ে দিয়েছে। গতকাল জানতে পেরেছি আমরা। আজকে অবশ্য ঠিক করার জন্য সাবমিট করেছি। আরজিসি এটা করেছে।’

সম্প্রতি ৭টি কোম্পানি থেকে ১৩৭ কোটি টাকা কারসাজির মাধ্যমে মুনাফা তুলে নেয়ার যে প্রতিবেদন দেয়া হয় তাতে বলা হয়, কারসাজির পেছনের নায়ক আবুল খায়ের হিরু। অস্বাভাবিক শেয়ার লেনদেনে নাম আসে সাকিব আল হাসানেরও। তবে, কোন প্রতিবেদন বা বিএসইসি থেকে কোন আনুষ্ঠানিক চিঠি পাননি বলে জানান হিরু।

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নেপালকে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়লো বাঘিনীরা