স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে আজ সাকিবের মধ্যাঞ্চলের মুখোমুখি হয়েছিল মাহমুদউল্লাহর উত্তরাঞ্চল। সাকিব ব্যাট হাতে আজও ব্যর্থ। তবে বল হাতে ভালো করেছেন। তাঁর দলের কাছে ২৮ রানে হেরে গেছে মাহমুদউল্লাহ বাহিনী। এর মাধ্যমে পরপর দুই ম্যাচ জিতে ইনডিপেনডেন্স কাপের ফাইনাল নিশ্চিত করল মধ্যাঞ্চল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে আগে ব্যাটিংয়ে নেমে মধ্যাঞ্চলের শুরুটা দারুণ হয়েছিল। মিজানুর রহমান ও আবদুল মজিদের সঙ্গে জুটি গড়ে মধ্যাঞ্চলের শক্ত ভিত গড়েন ৬০ বলে ৪০ রান করা সৌম্য সরকার। চারে নামা সাকিব অবশ্য আজ প্রথম ম্যাচের তুলনায় সাবলীল ছিলেন। ৩৬ বলে ৩৩ রানের ইনিংস খেলে সাকিব আউট। এরপর ৫৫ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। ৩২ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আল আমিন।
মধ্যাঞ্চলের ২৬২ রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন উত্তরাঞ্চলের ওপেনার তানজিদ হাসান। পারভেজ হোসেন ও নাঈম ইসলাম ৮৬ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন। কিন্তু পারভেজ বাজে শট খেলে ৩০ রানে আউট হন। মার্শাল আইয়ুবও বেশিক্ষণ টিকতে পারেননি। নাঈম ৭২ ও মাহমুদউল্লাহ ৪৩ রানে আউট হলে জয়ের বাকি আশাটুকুও হাওয়ায় মিলিয়ে যায়। শামীম হোসেন ও আকবর আলী চেষ্টার পরও ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৪ রানের বেশি তুলতে পারেনি উত্তরাঞ্চল। ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয়, ১ উইকেট নেন সাকিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।