স্পোর্টস ডেস্ক : গতকাল আফগানিস্তানের বিপক্ষে অর্ধ-ডজন রেকর্ড গড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিন অন্যরকম মাইলফলক স্পর্শ করেছিলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও। রেকর্ডময় এই ম্যাচে আরেকটি মাইলফলক হয়েছে। জয়ের দিক দিয়ে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজাও এদিন ছেড়ে গেছেন গ্রেটদের। তার নেতৃত্বেই গতকাল আফগানদের হারিয়েছে বাংলাদেশ। আর এই জয়ের মধ্যে দিয়েই তিনি ছাড়িয়ে যান বিশ্বের কিংবদন্তিদের।
এতোদিন মাশরাফির নেতৃত্বেই বাংলাদেশ জিততে শিখেছে কেবল ছোট দলগুলোর বিপক্ষেই নয়, বড় দলগুলোর বিপক্ষেও। ধারাবাহিক ভাবেই মাশরাফির নেতৃত্বে ভালো পারফর্ম করে যাচ্ছে বাংলাদেশ।
মাশরাফির নেতৃত্বেই প্রথমবারের মতো পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জেতে বাংলাদেশ। ৮৩ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন ম্যাশ। যেখানে জিতেছেন ৪৭টি, হেরেছেন ৩৪টি আর পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ। জয়ের হার ৫৮.০২ শতাংশ। বিশ্বকাপে টাইগারদের ১২ ম্যাচে নেতৃত্ব দিয়ে মাশরাফি জিতেছেন ৬ ম্যাচে। জয়ের হার সেখানে ৫০ শতাংশ।
ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ম্যাচ জয়ের (শতাংশের বিচারে) দিক দিয়ে টাইগার অধিনায়ক পেছনে ফেলেছেন উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা, পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ইমরান খান, ভারতের সৌরভ গাঙ্গুলি, মোহাম্মদ আজাহারউদ্দিন, নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিংকেও।
মাশরাফি ২০১০ সাল থেকে চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পর্যন্ত ৮৩টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, যেখানে জয়ের হার ৫৮.০২ শতাংশ। ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান জিতেছিল ৫৫.৯২ শতাংশ ম্যাচে, স্টিফেন ফ্লেমিং জিতিয়েছেন ৪৮ শতাংশ ম্যাচ। এখানেই কিংবদন্তিদের ছাড়িয়ে অবস্থান করছেন টাইগার অধিনায়ক মাশরাফি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel