স্পোর্টস ডেস্ক : ভালো শুরু এনে দেওয়ার পরও নিজেদের ইনিংসকে বড় করতে পারেননি বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ব্যক্তিগত রান ৩০ এর ঘরে থাকতে দুই ব্যাটসম্যানই ধরেছেন সাজঘরের পথ। তাদের বিদায়ের পর দলের হাল ধরেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
ডাবলিনে আয়ারল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩০৮ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন তামিম। শেন গেটকেটের ডেলিভারিতে বোল্ড হন তিনি। ৩৯ বলে ২৬ রান করা লিটন দাসও সাজঘরের পথ ধরেন, পিটার চেজের বলে নীল রকের তালুতে বন্দী হয়ে।
এরপর ক্রিজে এসে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব ও মুশফিক। সাকিব ২ ও মুশফিক ৩ রানে অপরাজিত রয়েছেন। এই প্রতিবেদন লেখার সময় ২ উইকেট হারানো টাইগারদের সংগ্রহ ৬১ রান, ১৪ ওভার শেষে।
জয়ের জন্য এখনো টাইগারদের প্রয়োজন ২৪৬ রান, হাতে আছে ৩৬ ওভার ও ৮টি উইকেট।
দলের পক্ষে এদিন শতক হাঁকান ওপেনার জেমস ম্যাককলাম। ১০৯ বলের মোকাবেলায় ১৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০২ রান করে রুবেল হোসেনের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। এছাড়া তাসকিন আহমেদের শিকারে পরিণত হওয়ার আগে ৬টি চার ও ২টি ছক্কার সহায়তায় ৯৫ বলে ৯১ রান করেন সিমি সিং। অন্যান্যদের মধ্যে টাইরন কেন অপরাজিত ২৭, জেমস শ্যানন ১৮ ও জ্যাক টেক্টর ১৫ রান করেন।
বাংলাদেশের পক্ষে এদিন তিনটি উইকেট একাই শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়া দুটি উইকেট শিকার করেন রুবেল হোসেন। ১০ ওভার বল করে তাসকিন বিলি করেন ৬৬ রান, ৯ ওভার বল করা রুবেল খরচ করেন ৬৩ রান। এছাড়া উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। একটানা ১০ ওভার বল করে মাত্র ৩০ রান বিলি করে একটি উইকেট শিকার করেন এক ওভার মেডেন করার পাশাপাশি। এছাড়া ফরহাদ রেজা ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড উলভস ৩০৭/৮ (৫০ ওভার)
ম্যাককলাম ১০২, সিমি ৯১, কেন ২৭
তাসকিন ৬৬/৩, রুবেল ৬৩/২, সাকিব ৩০/১, মিরাজ ৪৪/১, রেজা ৬৬/১
বাংলাদেশ ৩৭/০ (৮ ওভার)
লিটন ২৬, তামিম ২১, মুশফিক ৩৮*, সাকিব ২*
গেটকেট ৬/১, চেজ ১৪/১
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩০৮ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।