
জানা গেছে, জান্না পশ্চিম পাড়ার পলান বেপারীর পুত্র জাহাঙ্গীর হোসেন এর শুক্রবার বিবাহ সম্পন্ন হয়। আজ শনিবার বরের বাড়িতে গরু জবাই করে উৎসবমুখর পরিবেশে বৌভাতের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ সংবাদ পেয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম শনিবার দুপুরে বৌভাত অনুষ্ঠানে হাজির হন। এসময় লকডাউন অমান্য করে লোকসমাগম করে ও হাকডাক করে বৌভাতের আয়োজন করায় বরের পিতা পলান বেপারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেন। একইসাথে রান্না করা সব খাবার এলাকার গরিব-দু:স্থ মানুষের মাঝে বিলিয়ে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, লকডাউন অমান্য করে উৎসবমুখর পরিবেশে বৌভাতের আয়োজন চলছে এমন সংবাদ পেয়ে ঘটনার সত্যতা জানার জন্য প্রথমে ওই বাড়িতে লোক পাঠানো হয়। ঘটনার সত্যতা পেয়ে বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে লকডাউন অমান্য করে ও লোকসমাগম করে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করার অপরাধে মোবাইল কোর্ট করে এ জরিমানা করা হয়। বৌভাতের জন্য রান্না করা সব খাবার স্থানীয় গরিব-দু:স্থ মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


