পরিবর্তনশীলতাই প্রযুক্তির ধর্ম, সৌন্দর্য। আর এই দৌড়ে কিছু প্রযুক্তির উন্নতি ঘটলেও অন্যগুলো ডিজিটাল বিশ্বের চাহিদার সাথে তাল মিলিয়ে ব্যবহারকারীদের যথেষ্টভাবে আকৃষ্ট করতে পারেনি অথবা সময়ের সাথে সেগুলো হয়ে ওঠে অপ্রয়োজনীয়। আমরা ফিরে তাকাবো এমনই কিছু প্রযুক্তির দিকে যেগুলো বিদায় নিয়েছে ২০২২ সালজুড়ে, জানার চেষ্টা করবো তাদের পিছিয়ে পড়ার কারণ।
স্পটিফাই আসার আগে মিউজিক জগতে বিপ্লব ঘটানো কোনো প্রযুক্তির নাম ভাবলেই আগে মাথায় আসে আইপডের নাম। ২০০১ সালে স্টিভ জবসের তত্ত্বাবধানে অ্যাপল বাজারে আনে আইপড। কিন্তু প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন নতুন আপডেট বাজারে ছাড়তে থাকে অ্যাপল। যদিও বেশ কয়েক বছর থেকেই শোনা যাচ্ছিল এর বিদায় ঘণ্টার কথা, তবে গত মে মাসে প্রতিষ্ঠানটি অফিসিয়ালি আইপড তৈরি বন্ধের ঘোষণা দেয়।
গেমিং জগতে প্লেস্টেশন বা এক্সবক্সের পর নতুন এক দিগন্ত উন্মোচন করেছিল গুগল ২০১৯ সালে স্টাডিয়া বাজারে আনার মাধ্যমে। ক্লাউড গেমিং সার্ভিসের মাধ্যমে যেকোনো ডিভাইসে একই গেম একই অ্যাকাউন্ট থেকে খেলার সুযোগ পাওয়া যেত এই প্রযুক্তিতে। পাশাপাশি গুগলের কথা আর কাজের মধ্যেও মিল ছিল সামান্যই। মোবাইল এবং পিসিতে ভাল পারফর্মেন্স দেখালেও স্টাডিয়াকে ‘বেস্ট ফিটিং’ হিসেবে দেখেননি গেমাররা।
২০১৫ সালে ফেসবুকের নিউজফিডে থেকেই কোনো ওয়েবসাইটের আর্টিকেল পড়তে স্মার্টফোনের অ্যাপের জন্য ইন্সট্যান্ট আর্টিকেল ফিচার আনে ফেসবুক। লিংকে ক্লিক করে পড়ার থেকে ১০ গুণ দ্রুততর লোড টাইমের জন্য এই ফিচারটি জনপ্রিয়তা পায়, দরকার পড়ে না আলাদা ব্রাউজারে লিংক ওপেন করার। ২০২২ এর অক্টোবর মাসে মেটা ঘোষণা দেয় ২০২৩ থেকে এই ফিচার বন্ধ করে দেয়া হবে।
স্মার্টফোন জগতে বিপ্লব সৃষ্টিকারী এই ফোনের বিষয়ে নতুন করে কিছু বলার নেই। যদিও অনেক আগেই ব্ল্যাকবেরির বিদায় ঘটেছে, তবে ২০২২ এর শুরুতেই আনুষ্ঠানিকভাবে এর শেষ বিদায় ঘণ্টা বাজায় ফোনটির কানাডিয়ান নির্মাতা প্রতিষ্ঠান। অফিসিয়ালি এই প্রযুক্তির ইতি টানলেও অনেক পুরনো স্মার্টফোন ব্যবহারকারীর মনে বিশেষ জায়গাজুড়ে থাকবে ব্ল্যাকবেরি।
২০১৮ সালের শেষদিকে বাজারে আসা স্মার্ট ডিসপ্লে ডিভাইস মেটা পোর্টালের মূল লক্ষ্য ছিল গুগল হোম, অ্যামাজন একোর মতো জায়গা ব্যবহারকারীর বেডরুম বা কমনরুমে জায়গা করে নেয়া। রায় সময় বিতর্ক আর সমালোচনার মুখে পড়ে ডিভাইসটি। এমনকি, সর্বক্ষণের জন্য ব্যবহারকারীর ভিডিও এবং অডিও ডেটা সংগ্রহের অভিযোগও ওঠে ডিভাইসের বিরুদ্ধে। গত জুনে কনজিউমার ভার্সন বাজার থেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিলেও সম্প্রতি পুরোপুরিভাবে পোর্টাল বন্ধের ঘোষণা দেয় মেটা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।