জুমবাংলা ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহ এলাকা থেকে সোমবার ভোরে জুয়া খেলা সময় নয় জুয়াড়িকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। খবর ইউএনবি’র।
এ সময় সেখান থেকে নগদ ১২ হাজার ১৭৩ টাকা, ৮টি মোবাইল ও পাঁচজোড়া তাস উদ্ধারের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার হাড়দ্দহ গ্রামের মৃত রাজ্জাক সরদারের ছেলে কদু সরদার, একই এলাকার মৃত জোহর আলীর ছেলে শফিকুল ইসলাম, মোশারফ মোড়লের ছেলে হাবিবুর রহমান, বাবর আলীর ছেলে আশরাফ আলী, ওহাব বিশ্বাসের ছেলে শাহাজাহান বিশ্বাস, আব্দুর রহমানের ছেলে মনজুরুল কবির, গোলাম গাজীর ছেলে সেলিম গাজী, এমাদুল সরদারের ছেলে পলাশ হোসেন ও রঘুনাথপুর গ্রামের জনি সরদারের ছেলে মোহাম্মদ জালাল।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হাড়দ্দহ গ্রামে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে হাতে নাতে আটক করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।