জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানসহ চার জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার রায়হানুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রায়হানুল ইসলাম নিহত শাহিনুর ইসলামের ছোট ভাই।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে আমলী আদালত-৪ এর বিচারক ইয়াসমীন নাহার এ রিমান্ড মঞ্জুর করেন।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল রায় জানান, রায়হানুল ইসলামকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। ওই দিনই তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক শফিকুল ইসলাম। আজ রিমান্ড শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর ভোর রাতে সাতক্ষীরার কলারোয়ার খলশি গ্রামে মাছ ব্যবসায়ী শাহিনুর ইসলামসহ পরিবারের ৪ সদস্যকে গলা কেটে হত্যা করা হয়। রাতে শাহিনুরের শাশুড়ি ময়না খাতুন বাদি হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।
পরে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। ১৫ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নিহতের ছোটভাই রায়হানুলকে। পরের দিন রায়হানুলকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।