জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘বর্তমানে মিথ্যা মামলা বেড়ে গেছে। কেউ যদি করে তাকে আইনের আওতায় আনতে হবে।’
কোন অবস্থায় মিথ্যা মামলা না নিতে পুলিশের প্রতি নির্দেশনাও দেন তিনি।
মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
নিত্যপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গ তুলে তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার পেছনে চাঁদাবাজিও দায়ী। এই সংকট মোকাবেলায় শক্ত হাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। কেউ পরিচয় জানতে চাইলে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। অকারণে কাউকে গ্রেপ্তার করা যাবে না।’
অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।