বিনোদন প্রতিবেদক : সাদিয়া জাহান প্রভা (জন্ম: ফেব্রুয়ারি ১৩, ১৯৮৮) একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু ব্যক্তিগত কেলেঙ্কারি কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়।
প্রভা ১৩ ফেব্রুয়ারি ১৯৮৮ শরিয়তপুর জেলা, বাংলাদেশে জন্মগ্রহণ করেন। তার মা কল্পনা রহমান একজন প্রাক্তন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এবং বাবা মজিবুর রহমান একজন পেশাজীবী। তার দুই বোন ও এক ভাই রয়েছে। তিনি ২০০৬ সালে মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর বিবিএ কোর্সে ভর্তি হন কিন্তু ব্যক্তিগত সমস্যার কারনে তা শেষ করতে অসমর্থ হন। পরবর্তীতে ২০১১ সালে তিনি শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অধীনে ফ্যাশন ডিজাইনের উপর পড়ালেখা শুরু করেন।
ছবিতে দেখুন প্রভার অনলাইনে জনপ্রিয় ১০টি ছবি :
![](https://i0.wp.com/enews.zoombangla.com/wp-content/uploads/2019/09/Prova-1-1.jpg?resize=788%2C443&ssl=1)
![সাদিয়া জাহান প্রভা](https://i0.wp.com/enews.zoombangla.com/wp-content/uploads/2019/09/Prova-2.jpg?resize=788%2C443&ssl=1)
![সাদিয়া জাহান প্রভা](https://i0.wp.com/enews.zoombangla.com/wp-content/uploads/2019/09/Prova-3.jpg?resize=788%2C443&ssl=1)
![সাদিয়া জাহান প্রভা](https://i0.wp.com/enews.zoombangla.com/wp-content/uploads/2019/09/Prova-4.jpg?resize=788%2C443&ssl=1)
![সাদিয়া জাহান প্রভা](https://i0.wp.com/enews.zoombangla.com/wp-content/uploads/2019/09/Prova-5.jpg?resize=788%2C443&ssl=1)
![সাদিয়া জাহান প্রভা](https://i0.wp.com/enews.zoombangla.com/wp-content/uploads/2019/09/Prova-6.jpg?resize=788%2C443&ssl=1)
![সাদিয়া জাহান প্রভা](https://i0.wp.com/enews.zoombangla.com/wp-content/uploads/2019/09/Prova-7.jpg?resize=788%2C443&ssl=1)
![সাদিয়া জাহান প্রভা](https://i0.wp.com/enews.zoombangla.com/wp-content/uploads/2019/09/Prova-8.jpg?resize=788%2C443&ssl=1)
![সাদিয়া জাহান প্রভা](https://i0.wp.com/enews.zoombangla.com/wp-content/uploads/2019/09/Prova-9.jpg?resize=788%2C443&ssl=1)
![সাদিয়া জাহান প্রভা](https://i0.wp.com/enews.zoombangla.com/wp-content/uploads/2019/09/Prova-10.jpg?resize=788%2C443&ssl=1)
সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। তবে এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।