জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় রেড জোন হিসেবে চিহ্নিত অতি ঝুঁকিপুর্ণ ২৭টি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ঝড়ের গতিতে ছড়াতে থাকা অতি সংক্রামক ভাইরাসটির সংক্রমণের গতি থামাতে এই ছুটি ঘোষণা করা হয়েছে, যা ২১ জুন থেকে কার্যকর বলে জানিয়েছে সরকার।
আলোচিত এলাকাগুলো দেশের ১০টি জেলায় অবস্থিত। এই জেলাগুলো হচ্ছে-চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর।
এলাকাগুলোতে বিভিন্ন মেয়াদে ছুটি থাকবে। এর মধ্যে সর্বনিম্ন ছুটি ১০ দিন, আর সর্বোচ্চ ছুটি ১৯দিন। এসব ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভূক্ত থাকবে।
এলাকাগুলোকে গত ১১ জুন থেকে ১৮ জুনের মধ্যে লাল অঞ্চল বা রেড জোন (Red Zone) ঘোষণা করা হয়।
এক নজরে এলাকাভিত্তিক ছুটির তথ্য-
রোববার (২১ জুন) মধ্য রাতে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় আলোচিত ছুটি ঘোষণা করে একটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তবে জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।