সাধারণ মানুষের মতো পানি পান করেন না কোহলি

স্পোর্টস ডেস্ক : খেলোয়ার ও শোবিজ তারকাদের জীবন-যাপন কেমন জানতে অনেকেই আগ্রহী। তারা সারাদিন কী করেন, কী খান নানা প্রশ্ন তাদের ঘিরে। এবার জানা গেল ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি সম্পর্কে কিছু অজানা তথ্য।

ভারতের দাপুটে এই খেলোয়ারকে জিজ্ঞেস করা হয় তিনি ব্ল্যাক ওয়াটার খান কি না? উত্তরে তিনি বলেন, ‘কয়েকবার খেয়েছি, কিন্তু রোজ খাই না। তবে আমরা অ্যালকালাইন জল খাই।’ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম  টুইটারে একটি ভিডিও পোস্ট করেন কোহলি।

বিশেষজ্ঞদের দাবি, অ্যালকালাইন পানি খেলে শরীরে অতিরিক্ত হাইড্রোজেন পাওয়া যায়। বিশেষ করে যারা পরিশ্রম করেন, তাদের ক্ষেত্রে বেশি কাজ দেয় এই পানি।

অনেকের মতে, সাধারণ পানি খেলে শরীরে যে পরিমাণ অ্যাসিড সৃষ্টি হয়, তা অ্যালকালাইন পানি খেলে হয় না।

ভারতে হাইড্রোজেন সংবলিত এই অ্যালকালাইন পানির দাম প্রতি লিটার ৭২০ রুপি।

সৌরভ গাঙ্গুলীকে কড়া জবাব দিলেন বিরাট কোহলি