বিনোদন ডেস্ক : বৈচিত্রময় জীবন যাপন দেখে আমরা সানি লিওনের জীবনের ইতিহাস খুব সহজ ছিল, তা ভাবলে নিতান্তই ভুল করি। পনস্টার হিসাবে কেরিয়ার শুরু করে আজ বলিউডের এক নামজাদা হিরোইন হতে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। সানির ভাই সন্দীপ ভোরা জানিয়েছেন হোস্টেলে থাকাকালীন, দিদির পোস্টার আর অটোগ্রাফ বিক্রি করে সে নিজের খরচ চালাতেন।
হাসির বিষয়, দিদির একের পর এক পোস্টার সন্দীপ ঘরে লাগাতেন। ও ভক্তরা এলে সেই সব তিনি টাকার বিনিময়ে বিক্রিও করতেন। ভাইয়ের সাথে সানির সুসম্পর্ক আছে বলেই জানা গেছে। এমনকি প’র্ন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে গিয়ে করণজিৎ নামটি সমস্যা সৃষ্টি করলে, সানি নামটিও তার ভাইয়ের থেকেই নেওয়া। সন্দীপ ভরারই নাকি ডাকনাম ছিল সানি। এই সৌভাগ্যমুখী সানি নামটাই নাকি তার জীবনে সফলতার এক চিহ্ন স্বরূপ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।