আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বড় বড় অভিনেতারা নামীদামী ব্র্যান্ডের গাড়ি কালেকশন করে থাকেন। নানা অভিনেত্রীদের নামও ওঠে আসে আলোচনায়। যেমন আলিয়া ভাট, করিনা কাপুর, কিয়ারা আদভানি, দীপিকা পাডুকোন ইত্যাদি। তবে এক্ষেত্রে সানি লিওনও বেশ এগিয়ে। ভারতের অন্যান্য অভিনেত্রীদের থেকেও দুর্ধর্ষ গাড়ি কালেকশন রয়েছে সানি লিওনের।
বিলাসবহুল গাড়ি সংগ্রহের ক্ষেত্রে ভীষণ আগ্রহী এই অভিনেত্রী। তার গ্যারাজে রয়েছে বিএমডাব্লিউ, অডি, মাসেরাতি এবং এমজি গ্লস্টার। তবে নামীদামী ব্র্যান্ডের এতো গাড়ি থাকা স্বত্বেও তার ড্রীম কারের নাম শুনলে যে কেউই অবাক হবেন।
সানির ড্রীম কারটির নাম হলো ৬০ বছরেরও বেশি পুরনো পোর্শে ৩৫৬ স্পিডস্টার কনভার্টার। এই অভিনেত্রীর ড্রীম কার এবং তার সংগ্রহে থাকা বিলাসবহুল গাড়িগুলো সম্পর্কে চলুন জেনে নিই-
পোর্শে ৩৫৬ স্পিডস্টার কনভার্টার
এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাত্কারে সনি লিওন বলেন আমি যদি বিশ্বের কোনো গাড়ির মালিক হতে চাই তবে সেটি হবে ১৯৫৭ সালের বিখ্যাত মডেল পোর্শে ৩৫৬ স্পিডস্টার কনভার্টার। ১৯৪৫-১৯৬৫ সাল পর্যন্ত বিক্রি হত এই স্পোর্টস কার। গাড়িতে রয়েছে কেবল ২টি দরজা। হালকা ওজনের এই গাড়ি তার লুক এবং ইঞ্জিনের জন্য পরিচিত ছিল। এটির বিশেষ চমক হলো এর ইঞ্জিন। এই পোর্শে গাড়িতে ইঞ্জিন সামনে নয় পিছনে থাকে। ১৯৫৬ সালে এই গাড়ির দাম ছিল প্রায় ২,৯৯৫ ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩,২২,৫৭১ টাকা।
সানি লিওনের গ্যারেজে যে গাড়িগুলো আছে-
মাসেরাতি
ইতালির আরও এক বিখ্যাত গাড়ি সংস্থা মাসেরাতির অনেকগুলি গাড়ি রয়েছে সানি লিওনের। তার কালেকশনে থাকা সবচেয়ে বেশি সংখ্যক গাড়ি এই সংস্থারই। এই গাড়িগুলো হলো- মাসেরাতি ঘিবলি (দাম ১.১৫ কোটি রুপি), মাসেরাতি কোয়াট্রোপোর্টে (দাম ২.১১ কোটি রুপি)। মাসেরাতি ঘিবলি গাড়ির সর্বোচ্চ গতি ঘন্টায় ২৬৭ কিমি। শূন্য থেকে ১০০ কিমি প্রতি ঘন্টায় পৌঁছাতে এই গাড়ি মাত্র ৫.৫ সেকেন্ড সময় নেয়।
বিএমডব্লিউ ৭ সিরিজ
বর্তমানে সবচেয়ে স্টাইলিস গাড়িগুলো মধ্যে অন্যতম হলো বিএমডব্লিউ ৭ সিরিজ। এই বিলাসবহুল গাড়িতে রয়েছে ৬ লিটারের ডিজেল ইঞ্জিন যা ৫৫৪টি ঘোড়ার সমান শক্তি তৈরি করতে পারে। এটি ৫ সেকেন্ডে ১০০ কিমি গতি স্পর্শ করতে পারে। সঙ্গে রয়েছে ৮ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। গাড়ির সর্বোচ্চ গতি ঘন্টায় ২৫০ কিমি। বিলাসবহুল এই গাড়িটি ক্রয় করতে ১ কোটি ৯৩ লাখ রুপি খরচ করতে হয়েছে অভিনেত্রীকে।
অডি এ৫
জার্মান সংস্থার একটি দুর্দান্ত গাড়ি অডি এ৫। এই গাড়িতে একসঙ্গে ৫ জন মানুষ বসতে পারে। এতে রয়েছে শক্তিশালী পারফরম্যান্সের জন্য ২ লিটার ডিজেল ইঞ্জিন। যা সর্বাধিক ১৮৮ ব্রেক হর্সপাওয়ার উৎপন্ন করতে পারে সঙ্গে রয়েছে ৭ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। ০ থেকে ১০০ কিমি যেতে গাড়িটি সময় নেয় মাত্র ৭.৯ সেকেন্ড। গাড়িটির বাজার দর প্রায় ৬০-৭২ লাখ রুপি।
এমজি গ্লোস্টার
এতো বিলাসবহুল গাড়িগুলো মাঝে এটিকে তুচ্ছ মনে হতেই পারে। কিন্তু বাস্তবে এটিও একটি প্রিমিয়াম গাড়ি। যার দাম প্রায় ৩৮-৪৩ লাখ রুপি। এই গাড়িতে রয়েছে ২ লিটার ডিজেল ইঞ্জিন যা সর্বোচ্চ ১৬৩ পিএস শক্তি এবং ৩৭৫ এনএম টর্ক তৈরি করতে সক্ষম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।