সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে এলজিইডি’র রাস্তার জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী আমিনুল হকের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, উপজেলার খঞ্জনপুর মোড় এলাকায় বিজিবি ক্যাম্পের দক্ষিণ পার্শ্বের এলজিইডি’র আওতাভুক্ত কিছু জায়গা ওই গ্রামের মৃত আয়েন উদ্দীন সরকারের ছেলে আমিনুল হক সরকার দখলে নিয়ে ইট দিয়ে অধৈব স্থাপনা হিসেবে দোকান ঘর নির্মাণ কাজ চালাচ্ছেন। বিগত কয়েক বছর ধরে ফাঁকা পড়ে থাকলেও বর্তমানে সেখানে গড়ে উঠছে অবৈধ স্থাপনা।
এক সময় ওই জায়গাটিতে শিরন্টী ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ছিল। যা ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ভেঙে ফেলা হয় বলেও জানান স্থানীয়রা।
বিষয়টিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।
আমিনুল হক সরকারের সাথে কথা হলে তিনি বলেন, পিছনে আমার জায়গা আছে তাই এই জায়গাতে আমি ঘর নির্মাণ করছি। আসে পাশে আরো অনেকে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছে, তাদের গুলো ভাঙা হলে আমারটাও ভেঙে দিবো।
উপজেলা এলডিইডি’র প্রকৌশলী ইমরান সরকার জানান, সাপাহার হতে খঞ্জনপুর রাস্তাটি প্রসস্থকরণ কাজ করার জন্য প্রক্রিয়া চলমান আছে। যা চার থেকে পাঁচ মাসের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
অবৈধ স্থাপনা নির্মাণ বিষয়ে ইউএনও মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।