স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন লিটন দাস। টেস্টের এক ইনিংসে ব্যাটিং পেয়ে করেছেন ফিফটি, তিন ওয়ানডের দুটিতে সেঞ্চুরি, টি-টুয়েন্টি সিরিজের দুই ম্যাচেই ফিফটি। ছয় ইনিংসে করেছেন ৪৮৩ রান। ধারাবাহিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করা ওপেনার সিরিজ শেষে জানিয়েছেন সাফল্যের রহস্য।
‘এর আগেও পারফর্ম করেছি। একটা ম্যাচ খেলার পর শিথিল হয়ে যেতাম। মনোযোগ নষ্ট হয়ে যেত। একটা ম্যাচে তো রান করেছি পরের ম্যাচেও হয়ত রান হয়ে যাবে, এমন ভাবনা আসত। এই পুরো সিরিজটা যদি দেখেন, চিন্তা করেছি প্রতিটি দিনই নতুন, খেলাটাও নতুন। একটা বলই আউট হওয়ার জন্য যথেষ্ট।’
‘প্রতিটা বলেই অনেকবেশি মনোযোগী ছিলাম। যে কারণে আমার শট সিলেকশন থেকে শুরু করে, খুব যে উপরে মেরে খেলেছি এই সিরিজে তা কিন্তু না। বলের মান বিচার করেই বুঝে খেলার চেষ্টা করেছি। আর মনোযোগ একটু বেশি ছিল। যে কারণে আজকের এই ফল।’
জিম্বাবুয়ে সিরিজে লিটন যেভাবে খেলেছেন তা অনেকদিন মনে রাখবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই তার কাছে সতীর্থ, ভক্ত-সমর্থকদের প্রত্যাশা গেল বেড়ে। সেটিকে চাপ হয়ে সামনে আসতে দিতে চান না লিটন। অনুশীলনে পরিশ্রম বাড়িয়ে দেয়ার প্রতিশ্রুতিও দিলেন। জানালেন, ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নেবেন।
‘আপনি যখন একটা জিনিস হাতে পাবেন, ফেলে দেয়াটা খুব সহজ। ধরে রাখাটা কষ্টকর। এখন আমার জন্য চ্যালেঞ্জ হবে পারফরম্যান্স কতটুকু ধারাবাহিকভাবে করতে পারছি। অনুশীলন লেভেল থেকে শুরু করে ম্যাচ, সবকিছুতেই অনেক কষ্ট করতে হবে। চেষ্টা করব এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার জন্য। জানি না কতটুকু হবে, তবে অনুশীলন মনপ্রাণ দিয়ে করতে চাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।