Advertisement
জুমবাংলা ডেস্ক : সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা ওয়াজি উদ্দিন খান মারা গেছেন।
শুক্রবার সকাল ৯টায় পাবনা শহরের আটুয়া হাউজপাড়া মহল্লার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যান এই মুক্তিযোদ্ধা।
ওয়াজি উদ্দিন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভপতি আব্দুল হামিদ মাস্টার জানান, আগামীকাল শনিবার বেলা ১১টায় চাটমোহর বালুচর মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পাবনা পুলিশ লাইন মাঠে দুপুর ২টায় হবে দ্বিতীয় ও শেষ জানাজা। সেখানে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর তাকে দাফন করা হবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel