
ইউক্রেনের খেরসন এলাকায় এই ঘটনা ঘটে।গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ওই যুবক সাবেক প্রেমিকার ঘরে লুকিয়ে ঢুকতে গিয়ে জানালার ফাঁকে আটকা পড়েন। সেখানে কয়েকঘণ্টা আটকে থাকার পর পুলিশ এসে তাকে উদ্ধার করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবক কোনো আঘাত পাননি। তবে সংকীর্ণ জায়গায় আটকে থাকায় দমবন্ধ হয়ে তার মৃত্যুর আশঙ্কা ছিল।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেমিকাকে প্রেম সম্পর্ক চালিয়ে নেওয়ার ব্যাপারে বোঝাতে যান ওই যুবক। মেয়েটি তাকে ফিরিয়ে দিলে লুকিয়ে জানালা দিয়ে তার ঘরে ঢোকার চেষ্টা করেন ওই যুবক।
ঘটনার সময় মেয়েটি বাড়িতেই ছিলেন। সাবেক প্রেমিককে জানালায় আটকে চিৎকার করতে দেখে অবাক হন তিনি। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন ওই তরুণী। পুলিশ এসে তাকে উদ্ধার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


