জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে রংপুর নগরীর নুরপুর এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রো কোতোয়ালী থানার ওসি মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিক খানকে আপাতত আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদারীপুরে নিয়মিত মামলার বিষয় খোঁজ খবর নেয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টে ছাত-জনতার গণআন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলে আত্মগোপনে চলে যান শফিক খান।
রাজধানীতে ধর্ষণে অভিযুক্তকে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে গণপিটুনি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।