জুমবাংলা ডেস্ক : গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর থেকে একে একে জব্দ করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা ও এমপি-মন্ত্রীদের। এবার এই তালিকায় যুক্ত হলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম।
মঙ্গলবার নওফেল ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
ব্যাংকগুলোকে মহিবুল হাসান চৌধুরী, তার স্ত্রী এমা ক্লারা বাটন ও তাদের দুই সন্তান নীনা এমিলি ফাওজিয়া চৌধুরী ও হান্না শ্রেয়া এনী চৌধুরীর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করতে বলা হয়েছে।
একইসঙ্গে আজ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে হিসাবের হালনাগাদ তথ্য জানানোর নির্দেশ দিয়েছে বিএফআইইউ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।