জুমবাংলা ডেস্ক : ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় ভেতরে থাকা যাত্রীর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইবাইল ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদশীরা জানায়, নিশান কোম্পানির এক্সটেল মডেলের (ঢাকা মেট্রো ঘ ১৭-১৯৫২) গাড়িটি বাইপাইল পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এসময় চালক ও যাত্রীরা নেমে আগুন নেভানোর কাজে হাত দেয়। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, গাড়িটি একটি গার্মেন্টসের এমডির। খবর পেয়ে দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলি। তবে ভেতরে থাকা সবাই সুস্থ আছেন। আর প্রাইভেটকারটির কিছু অংশ পুড়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।