
Advertisement
জুমবাংলা ডেস্ক: সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার দড়িয়ারপুরের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত স্যামুয়েল ফলিয়া (৩০) চাঁদপুরের মিশনপাড়া গ্রামের বাদল ফলিয়ার ছেলে। তিনি ক্যান্সার বিশেষজ্ঞ ছিলেন।
পুলিশ জানায়, সকালে ঘরে স্যামুয়েল ফলিয়াকে ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ জানায়, স্ত্রীর সাথে অভিমান করে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।