জুমবাংলা ডেস্ক: সাভারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খাদিজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর ইউএনবি’র।

মৃত খাদিজা আশুলিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের স্ত্রী। তার গ্রামের বাড়ি পিরোজপুরে। তিনি সাভার পৌর এলাকার ছায়াবিথী এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন।
Advertisement
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রেজাউল হক জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত খাদিজা বেগমকে শনিবার বিকালে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


